চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

স্ত্রীর মুত্যুর একদিন পর চলে গেলেন কেয়ামত থেকে কেয়ামতের পরিচালক সোহান

অনলাইন ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:৩৩ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান মারা গেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার সোহানের স্ত্রী মারা যান । প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি কয়েক মাস ধরে স্নায়ুতন্ত্রের জটিল সমস্যায় ভুগছেন । দেশে কয়েক দফায় চিকিৎসার পর  আগামী ১৫ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে জাপান যাওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, নির্মাতা সোহানুর রহমান সোহানের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’- মুক্তি পায় ১৯৮৮ সালে। ক্যারিয়ারে তিনি বেশকিছু সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এর মধ্যে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘অনন্ত ভালোবাসা’ উল্লেখযোগ্য।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট