চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ৫০ হাজার নিয়ে দু’জন ধরা

টেকনাফ সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:১৯ অপরাহ্ণ

টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় মাদক কারবারে জড়িত আরও দুইজন পালিয়ে গেছে।

 

আটককৃতরা হল- টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ জালিয়াপাড়ার মো. ইউনুছের ছেলে সাইফুল ইসলাম (১৯) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়ার সামসুল আলমের ছেলে কিশোর রিয়াজ উদ্দিন (১৭)।

 

র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, আজ বুধবার টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা পাচারের জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। এ সময় আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়। পরে আটকদের দেহ ও ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা, তিনটি মোবাইল ফোন এবং পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট