চট্টগ্রাম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ভারত-পাকিস্তান ম্যাচ স্থগিত, বাকি অংশ কাল

ক্রিড়া ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৩৫ অপরাহ্ণ

কলম্বোতে বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচের বাকি অংশ হবে কাল।

 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই উইকেট হারিয়ে ২৪.১ ওভার শেষে ১৪৭ রান তুলে ভারত। এরপরই বৃষ্টি হানা দেয় ম্যাচে। ১৬ বলে ৮ রানে কোহলি ও ২৮ বলে ১৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন রাহুল। সোমবার এখান থেকেই আবার শুরু করবেন তারা।

 

গ্রুপপর্বে শাহিন শাহ আফ্রিদিদের কাছে ধরা খেলেও সুপার ফোরে পাকিস্তানি বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ঝড় শুরু করে দুই ওপেনার ফিরে গিয়ে বিরাট কোহলি ও লোকেশ রাহুল এসে একের পর এক বল ডট দিতে থাকেন।

 

উদ্বোধনী জুটিতে গিল ও রোহিত মিলে গড়েন ১২১ রানের জুটি, রোহিতকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন শাদাব খান। ৪৯ বলে ৫৬ রান করেন ভারতীয় ওপেনার। স্কোর বোর্ডে আর ২ রান যোগ হওয়ার পরই গিলকে তুলে নেন আফ্রিদি। ৫২ বলে ৫৮ রান করেন গিল।

 

বিরাট ও রাহুল মাঠে এসে মন্থর গতিতে খেলতে থাকলেও পাওয়ার-প্লেটা দারুণভাবে কাজে লাগিয়েছে ভারত। কোনো উইকেট না হারিয়ে প্রথম ১০ ওভারে ৬১ রান তুলে ভারত। এরপর আরও মারমুখী হন ভারতীয় ওপেনাররা। যার ফলস্বরূপ ১৪ ওভারেই একশ রানের ঘর পার হয়ে যায় টিম ইন্ডিয়া।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট