চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় সরাইপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে মো. হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন।
মো. হোসেন একই থানার ১২ নম্বর সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে।
রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার সামনে পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, দুই মাস আগে অনুষ্ঠিত চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনের ১০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পরে উভয়পক্ষ মামলাও করে থানায়। আজ দুপুরে পাহাড়তলীর সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার সামনে প্রথমে কথা কাটাকাটি হয় দু’পক্ষের মধ্যে। পরে জসিমের ছুরিকাঘাতে খুন হন যুবলীগ নেতা হোসেন। এ সময় ছুরিকাঘাতে আহত হন হোসেনের ছেলে অমিতও।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দীন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আজ তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মো. হোসেন নামে একজনকে ছুরিকাহত করা হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
পূর্বকোণ/পিআর/পারভেজ