চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

নাফ নদীতে ৪০ হাজার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

টেকনাফ সংবাদদাতা

১০ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:২২ অপরাহ্ণ

টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

 

রবিবার (১০ সেপ্টেম্বর) ভোরে শাহপরীরদ্বীপ এলাকার কেওড়া বাগান থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহপরীরদ্বীপ এলাকার জালিয়াপাড়া স্কুলের কাছের এলাকা দিয়ে মাদক আসার খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেন। ভোরে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকা নিয়ে দুই ব্যক্তি সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে জালিয়াপাড়া স্কুলের পাশে কেওড়া বাগানের দিকে প্রবেশ করার চেষ্টা করে। বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা নাফ নদীতে একটি প্লাস্টিকের ব্যাগসহ লাফ দেয়। বিজিবি তাদের ধাওয়া করলে তারা ব্যাগটি ফেলে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ব্যাগটি থেকে ৪০ হাজার ইয়াবাসহ মাদক বহনে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট