চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

পতেঙ্গায় ৪ হাজার লিটার চোরাই ডিজেল নিয়ে তিনজন ধরা

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৩ | ১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকা থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হল- মো. বাদশা (৩৭), মো. আবু হানিফ (৩৪) ও মো. আল-আমিন (৩৯)।

 

শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে কাঠগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে কাঠগড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে থাকা ট্রাক থেকে অবৈধভাবে সংগ্রহকৃত ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি ইত্যাদি থেকে অকটেন ও ডিজেল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট