চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে তৈরি পোশাকের আড়ালে চাল-সেমাই-মসলা রপ্তানি!

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি কনটেইনার ডিপোতে তৈরি পোশাক রপ্তানির চালানে চাল-সেমাই ও মসলা পাওয়া গেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ওই ডিপো থেকে রপ্তানি চালান শুল্কায়নের সময় চালের খোঁজ পান কাস্টমস কর্মকর্তারা।

 

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার নুরুল বাছির পূর্বকোণকে বলেন, ওসিএল ডিপোতে ২২ কার্টনের তৈরি পোশাক ঘোষণার একটি রপ্তানির চালান রেনডম যাচাই–বাছাই করা হয়। এ সময় একটি কার্টনে ১০ কেজি চাউল, ২৫০ গ্রাম রাধুঁনী গুড়া মসলা, ৬০০ গ্রাম লাচ্ছা সেমাই পাওয়া গেছে। পণ্য কম হলেও পোশাকের ঘোষণায় যেহেতু এসব পণ্য এসেছে সেজন্য কাস্টমস আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।

 

সম্প্রতি তৈরি পোশাক রপ্তানির আড়ালে অর্থ পাচারের বিষয়টি তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তদন্তে বেশ কিছু চালানে অর্থ পাচারের প্রমাণ মিলেছে। সর্বশেষ ১০টি চালানে প্রায় ৩০০ কোটি টাকা পাচারের প্রমাণ পায় অধিদপ্তর।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট