চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্কুল শিক্ষিকার আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০২৩ | ২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পারিবারিক কলহের জেরে জয়া মজুমদার (২২) নামে এক স্কুল শিক্ষিকা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

 

নিহত জয়া মজুমদার পতেঙ্গার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার স্বামীর নাম সুজিত মজুমদার।

 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে কাঠগড় এলাকার ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন পূর্বকোণকে বলেন, ৬ বছরের মেয়েটিকে পাশের বাসায় পাঠিয়ে দিয়ে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। সুরতহাল রিপোর্ট শেষ করার পর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট