চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিষাক্ত ক্যামিকেলে পণ্য তৈরি, জরিমানা গুনল আনোয়ারার ‘ঢাকা বেকারি’

আনোয়ারা সংবাদদাতা

৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:৩৬ অপরাহ্ণ

নোংরা পরিবেশে ও বিষাক্ত ক্যামিকেলে পণ্য উৎপাদনের দায়ে চট্টগ্রামের আনোয়ারায় ‘ঢাকা বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদিত ২৭৭ কেজি পণ্য জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন।

 

তিনি বলেন, বেকারিটিতে বিএসটিআইয়ের কোন অনুমোদন ছিল না। এছাড়া বিষাক্ত ক্যামিকেল ও নোংরা পরিবেশে বিস্কুট, পাউরুটি, চানাচুরসহ নানা পণ্য উৎপাদন করে আসছে। অভিযানে উৎপাদিত ২৭৭ কেজি পণ্য জব্দ করা হয়। এ সময় অনুমোদনহীন ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট