চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

শাকিব-বুবলির ছেলে বীরের স্কুলে প্রথম দিন

বিনোদন ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৩:৫২ অপরাহ্ণ

এবার প্রাতিষ্ঠানিক শিক্ষায় হাতেখড়ি হল শাকিব-বুবলির সন্তান শেহজাদ খান বীরের। স্কুলের প্রথম দিন তাকে সেখানে পৌঁছে দেন তার বাবা ও মা।

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) স্কুলে ভর্তি করা হয়েছে তাকে। বিষয়টি নিজেই জানিয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। বীরের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। প্রকাশ করেছেন শাকিব খান ও বীরের সঙ্গে স্কুলের বিভিন্ন মুহূর্ত।

আজ শাকিব-বুবলীর পুত্র শেহজাদের স্কুলের প্রথম দিন। ছবি: ফেসবুক

শবনম বুবলি তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহজাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন..

এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!

অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!

সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন’।

বুবলি তার এই পোস্টটি সন্তানের অ্যাকাউন্টে আবারো পোস্ট করেন।

উল্লেখ্য, শাকিব খানের বড় ছেলে আব্রাম খান জয়ও বসুন্ধরা আবাসিকের আইএসডি স্কুলে পড়েন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট