চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবা নিয়ে একজন ধরা

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৩:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবা সম্রাট মো. আক্কাছকে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আক্কাছ মধ্যম গহিরার জাফর আহমদের ছেলে।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) উপজেলার মধ্যম গহিরার একটি বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। তিনি জানান, আনোয়ারার মধ্যম গহিরা এলাকার বাঁচা মিয়ার মাঝির বাড়ির বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য কিছু মাদক ব্যবসায়ীর অবস্থানের খবর পাই। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার ওই বসতঘরে অভিযান চালানো হয়। এসময় ঘরের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে ৫০ হাজার ইয়াবাসহ আক্কাছকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট