চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মহেশখালীতে চোলাইমদসহ ৪ নারী-পুরুষ আটক

মহেশখালী সংবাদদাতা

৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালীর প্রধান সড়কে বড় মহেশখালীর মধুয়ার ডেইলে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১২০ লিটার চোলাইমদসহ ৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধা ৬টার দিকে উপজেলার জনৈক আবছারের গ্যারেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হল, বড় মহেশখালীর ফকিরাবঘোনার নুর মোহাম্মদের স্ত্রী হাছিনা বেগম (৫০), পৌরসভার দাসিমাঝি পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে কামাল উদ্দিন (৩৯), চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার নয়াপাড়ার মৃত গুরা মিয়ার ছেলে নাজিম উদ্দীন (৫২) ও কক্সবাজার সদরের নাজিরার টেকের মৃত মো. কালুর স্ত্রী শাহানা বেগম (৪৫)।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

 

পূর্বকোণ/হোবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট