চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

অস্বাস্থ্যকর পরিবেশ : সোনালী ও প্যাভেলিয়ন হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:২৯ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করায় নগরীর কোর্ট বিল্ডিং সংলগ্ন সোনালী হোটেলকে ১০ হাজার ও জিইসি মোড়ের প্যাভেলিয়ন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করায় চট্টগ্রামে দুই হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি তাদের সতর্কও করা হয়েছে।জনস্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট