চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে আইস-ইয়াবা ও অস্ত্রসহ মাদককারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৫ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৬৫ গ্রাম আইস, ১০ হাজার ইয়াবা, এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ মো. দীল মোহাম্মদ (৫৭) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হ্নীলায় আনোয়ার প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মো. দীল মোহাম্মদ ওই উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার মৃত আব্দুস সালামের ছেলে।

 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তার লুঙ্গির ভাঁজ থেকে একটি এলজি, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং হাতে থাকা ব্যাগ থেকে ১ কেজি ৬৫ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। তার সাথে থাকা অপর সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। পলাতকদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট