চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:২৭ অপরাহ্ণ

কক্সবাজার সদরের নুনিয়ারছড়ার ৬ নম্বর ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. শাহীন (৩৫), আরমান (২০) ও রহিম উল্লাহ (৩৩)। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

এর আগে গত শুক্রবার সকাল ৮টায় কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১২ জেলে দগ্ধ হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে আজ (মঙ্গলবার) তিনজনের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট