চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৩১

অনলাইন ডেস্ক

৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ১৩১ জন। এতে করে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ২৬৬ জন আক্রান্ত হয়েছেন ।

 

সোমবার (৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ৩১৭ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৭ জন এবং জেলার অন্য হাসপাতালগুলোতে ১৭৫ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৯৪৯ জন।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট