চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১২৯

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হলো। পাশাপাশি শনিবার সকাল ৮টা থেকে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ১৩৫ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে ঝর্ণা রানী (৪৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঝর্ণা রানী সাতকানিয়া উপজেলার সুকুমারের স্ত্রী। ২৭ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজকের প্রতিবেদনে তাদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।’

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট