খাদ্য বিভাগের সাবেক পরিচালক মরহুম আব্দুল হক খানের সহধর্মিণী ও দৈনিক পূর্বকোণ’র জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মোজাম্মেল জিলানীর শাশুড়ি তমবিয়া বেগম রবিবার দুপুর ১২টায় ঢাকাস্থ মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি হঠাৎ অসুস্থতা বোধ করে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল সোমবার সকাল ৯টায় চট্টগ্রামের বোয়ালখালীর আহলা সাধারপাড়াস্থ পারিবারিক মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
পূর্বকোণ/রাজীব/পারভেজ