কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়ার গহীন পাহাড়ের জলাধারে দেখা মেলে একটি হাতির মরদেহ।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা এই মৃত হাতি দেখতে পেয়ে বন বিভাগের ধোয়াপালং বিট অফিসারকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধোয়াপালং বিট কর্মকর্তা আব্দুল করিম।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে মৃত হাতি পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন। মৃত হাতির বিষয়টি বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের জানান। একইসাথে বনবিভাগের মেডিকেল টিম ও এলিফ্যান্ট রেসপন্স টিমকে বিষয়টি অবহিত করলে তারা এসে হাতিটির ময়নাতদন্ত করেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত হাতিটি মাটি চাপা দেয়া হয়। পরীক্ষার রিপোর্ট পেলেই হাতির মৃত্যুর কারণ জানা যাবে।
পূর্বকোণ/নীতিশ/জেইউ/পারভেজ