চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে ২৫ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালীর ফিরিংগি বাজার এলাকা থেকে ২৫ হাজার ইয়াবাসহ মো. আয়াত উল্ল্যাহ প্রকাশ জনি (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ফিরিঙ্গি বাজার মোড়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অফিসের পূর্বপার্শ্বের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রাইভেটকারযোগে নিয়ে আসছিল বলে সে স্বীকার করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন