চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়ির হত্যা মামলার পলাতক আসামি ২১ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে (৪৯) ২১ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার।

 

গ্রেপ্তার জসিম উদ্দিন একই থানার দৌলতপুর এলাকার বাদশা মিয়ার ছেলে।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, লোকমান হত্যা মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে ভুজপুর থানার কাজীরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট