দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ ডাকাত নিহত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দেশটির লিম্পোপো প্রদেশে এ ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে, নিহত ডাকাত দলটি একটি টাকাভর্তি ট্র্যাক ডাকাতির পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলে ১৬ জন পুরুষ ও দুই নারী নিহত হয়। একজন পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ধারণা করছে, ডাকাত দলটি এর আগেও লিম্পোপো প্রদেশে টাকাভর্তি একাধিক ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত। এ ছাড়া অন্যান্য প্রদেশেও তারা একই অপরাধের সঙ্গে জড়িত ছিল।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় টাকাভর্তি ট্রাক লুটের ঘটনা নিয়মিতই ঘটে থাকে। ২০২৩ সালেও এ ধরনের ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ জন ডাকাত নিহত হয়েছিল।
পূর্বকোণ/এএইচ