চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চকরিয়ার আয়ুবের মৃত্যু

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

২ সেপ্টেম্বর, ২০২৩ | ১:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের নুনিয়ারছড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া চকরিয়ার আয়ুব আলী (৫৮) মারা গেছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আয়ুব আলী চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে।

নিহতের স্বজন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকাল ৮টায় নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১১ জেলে দগ্ধ হন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আয়ুব আলী মারা যান।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট