চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম বন্দর এলাকা থেকে ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে মো. সেলিম (৪১) নামে এক মোবাইল ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা ।

গ্রেপ্তার সেলিম চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পরুয়াপাড়া গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে।

তিনি বলেন, বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে সজল শেখ নামের এক গার্মেন্টসকর্মীর মোবাইল ছিনিয়ে নেয় সেলিম। ভিকটিমের কাছ থেকে খবর পেয়ে রাতেই সল্টগোলা ক্রসিং আজাদ কলোনির সামনে থেকে ছিনতাইকারী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাইকৃত মোবাইল  উদ্ধার করা হয়েছে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন