চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে আমড়া গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর, ২০২৩ | ৩:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের আকবরশাহ থানাধীন শহীদ লেনের কালীবাড়ি মন্দির এলাকায় আমড়া গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভিজিৎ (৩১) সেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহত অভিজিৎ হাটহাজারীর উত্তর মাদারশাহ্’র ডা. চন্দন সেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর। তিনি পূর্বকোণকে বলেন, ঘরের পাশে আমড়া গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় এক যুবক। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই বিষয়ে আইনী কার্যক্রম চলমান আছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট