চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে ঘুমন্ত পিতাকে কুপিয়ে খুন, ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর, ২০২৩ | ২:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মোহাম্মদ বাদশা (৫৬) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার ছেলে এনামুল হককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকার বাড়ি থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার বলেন, শুক্রবার ভোরে ভুক্তভোগীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে ভুক্তভোগীর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি বাবাকে হত্যা কথা স্বীকার করেন। ব্যবসায় সময় দিতে গিয়ে নানা কারণে মনোমালিন্য থেকে বৃহস্পতিবার রাতে বাবাকে কুপিয়ে হত্যা করেন এনামুল। সেসময় পরিবারের অন্যান্য সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট