চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

বহদ্দারহাটে ডিবির হাতে ৭ জুয়াড়ি ধরা

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৩ | ১০:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ আগস্ট) রাতে বহদ্দারহাটের খরমপাড়া ও কসাই পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- মো. আলাউদ্দিন, মো. আরিফুল ইসলাম, মো. রহিম, মো. আবুল কালাম, মো. ইলিয়াস, মো. বেলাল হোসেন ও আজিজুল হক।

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ৭ জনের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন