নিখোঁজের দুইদিন পর চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্র অদ্রিপ অহন সায়ানের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টায় কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
সায়ান নগরীর হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৯ আগস্ট দুপুরে স্কুলের সামনে থেকে নিখোঁজ হয়। সে বাকলিয়া থানার পশ্চিম বাকলিয়া কেডিএস গলির বিশ্বজিত দাশের ছেলে।
চকবাজার থানার উপ-পরিদর্শক মো. ইমরান পূর্বকোণকে জানান, গত মঙ্গলবার দুপুর থেকে সায়ান নিঁখোজ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সায়ানের পরিবার। আজ বেলা ২টায় অভয়মিত্রঘাট এলাকা থেকে সায়ানের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/রাজীব/এএইচ