কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে মাইমুনা আক্তার নামে ২ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মিয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মায়ের সাংসারিক কাজে ব্যস্ততার ফাঁকে ওই এলাকার মো. ফারুকের কন্যা মাইমুনা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা শিশুটি মৃত বলে নিশ্চিত করেন।
পূর্বকোণ/হাছান/জেইউ/এএইচ