চট্টগ্রামের রাউজানে আগুনে ৩ পরিবারের ২টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সালেহ আহমেদ ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মৃত শরিফ মিয়ার ছেলে নুর মোহাম্মদ, নুরুচ্ছফার ছেলে নুরুল আবছার ও মোহাম্মদ সাকিব।
রাউজান ফায়ার সাভিসের ইনচার্জ নজরুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মুহাম্মদ সেকান্দর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায়।
স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোর রাতে ২ ঘরের রান্নাঘরে আগুন দেখতে পান। এরপর তাদের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের লোকজন ভোর ৫টার দিকে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় তিনটি পরিবারের দুটি বসতঘর। ক্ষতিগ্রস্ত হয় পাশের ২টি পাকা ঘরের দেয়াল।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ