চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিলের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার বিলে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম মোহাম্মদ আনাম। সে রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার এয়াকুব নবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে আনাম মায়ের সঙ্গে ঘর থেকে খেলতে বের হয়। একপর্যায়ে আনামকে বাইরে একা রেখে ঘরে ঢুকে পড়েন তার মা। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের বিলের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। ঘণ্টাখানেক পর তার লাশ বিলের পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ