চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

আলোর মুখ দেখছে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জেলা প্রশাসক থেকে কালই জায়গা বুঝে পাচ্ছে স্বাস্থ্য বিভাগ

ইমাম হোসাইন রাজু

২৯ আগস্ট, ২০২৩ | ১১:৫২ পূর্বাহ্ণ

­­­দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কার্যক্রম শুরু হতে যাচ্ছে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে। ইতোমধ্যে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তুলতে উপজেলার শিকলবাহায় প্রায় ৫ একর জায়গা অধিগ্রহণও করা হয়েছে। যা আনুষ্ঠানিকভাবে কাল বুধবার স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করবে জেলা প্রশাসন। এরপরই শুরু হবে ভবন নির্মাণের কার্যক্রম।

কর্তৃপক্ষ জানিয়েছেন- চলতি বছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু করতে চায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যার জন্য টেন্ডার কার্যক্রমও শুরু করেছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত স্থানে কমপ্লেক্স নির্মাণের জন্য আগামী মাসেই টেন্ডার আহ্বান করা হবে বলে নিশ্চিত করেছেন প্রকৌশল অধিদপ্তর। ফলে প্রতিষ্ঠার ছয় বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে কর্ণফুলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের।

 

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালে ৫টি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলার কার্যক্রম শুরু হলেও স্বাস্থ্য সেবা প্রদানে কোন স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে ওঠেনি। পার্শ্ববর্তী পটিয়া উপজেলার আওতায় স্বাস্থ্য সেবা কার্যক্রম চালানো হলেও তাতে অনেকটাই দুরূহ ছিল। তবে ২০২১ সালের শেষে একজন উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হলেও ভবন না থাকায় অন্যত্র থেকে অস্থায়ীভাবে প্রশাসনিক কার্যক্রম চালানো হয়। অন্যদিকে, হাসপাতাল না থাকায় স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হন উপজেলাটির বাসিন্দারা। এরমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য প্রশাসন একাধিক স্থান নির্বাচন করলেও আপত্তিসহ নানা কারণে বারবার পিছিয়ে পড়তে হয়। শেষ পর্যন্ত ২০২১ সালের ১৮ অক্টোবর জেলা প্রশাসনের একটি দল বর্তমান উপজেলা কমপ্লেক্সের পাশেই স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তুলতে ৫ একর জায়গা নির্বাচন করেন। বর্তমানে সে স্থানটিতেই গড়ে উঠতে যাচ্ছে উপজেলার স্বাস্থ্য ভবন।

 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী পূর্বকোণকে বলেন, ‘দীর্ঘদিন জায়গা নিয়ে জটিলতা থাকলেও গত বছর তার সমাধান হয়। সেই জায়গা অধিগ্রহণের পর অবশেষে এখন স্বাস্থ্য বিভাগকে তা বুঝিয়ে দিচ্ছে। ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে জায়গাটি বুঝিয়ে দেয়া হবে। এরমধ্য দিয়ে কর্ণফুলী উপজেলায় একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ভবন নির্মাণসহ যাবতীয় কাজ স্বাস্থ্য প্রকৌশল শুরু করবেন।’

 

এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়ার কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আগামী মাসেই টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মনি কুমার শর্মা। তিনি পূর্বকোণকে বলেন, ‘আগামী মাসেই কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের ট্রেন্ডার আহ্বান করা হবে। টেন্ডার কার্যক্রম শেষ হওয়ার পরপরই ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। আশা করছি সব কিছু ঠিক থাকলে চলতি বছরই কাজ শুরু করা হবে।’

 

উল্লেখ্য, পটিয়া উপজেলাধীন চরপাথরঘাটা, চরলক্ষ্যা, শিকলবাহা, জুলধা ও বড়উঠান নিয়ে চট্টগ্রামের ১৫ নম্বর উপজেলা হিসেবে ২০১৬ সালের ৯ মে গঠন করা হয় কর্ণফুলী উপজেলা। প্রায় সাড়ে তিন লাখ মানুষের বসবাস এ উপজেলায়। দীর্ঘদিন ধরে কোন স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে না উঠায় চিকিৎসা বঞ্চিত এসব মানুষ।

 

কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম নওশেদ রিয়াদ বলেন, ‘কার্যালয় না থাকায় বর্তমানে অস্থায়ীভাবে অন্যত্র থেকে অফিসিয়ালসহ যাবতীয় কার্যক্রম চালাতে হচ্ছে। যেহেতু নির্ধারিত জায়গা বুঝে পাচ্ছি, তাতে খুব দ্রুতই স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে বলে আশাবাদী।’

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট