চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

খাগড়াছড়িতে হেফজখানা ছাত্রের মৃত্যু, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

খাগড়াছড়ি সংবাদদাতা

২৮ আগস্ট, ২০২৩ | ১১:৪৫ অপরাহ্ণ

খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসার হেফজখানার ছাত্র আব্দুর রহমান আবির হত্যায় অভিযুক্ত শিক্ষক হাফেজ আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২৮ আগস্ট) রাতে নগরীর চাঁদগাও থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে খাগড়াছড়ি থানার একটি টিম।

 

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে বলেন, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উপ-পরিদর্শক (এসআই) মামুন ও ঝন্টুর নেতৃত্বে চট্টগ্রামের চাঁদগাও এলাকায় অভিযান চালিয়ে শিক্ষক মো. আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।

 

উল্লেখ্য, সোমবার সকালে নিহত আবিরের বাবা সরোয়ার হোসেন খাগড়াছড়ি সদর থানায় ওই শিক্ষককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট