চট্টগ্রামের কর্ণফুলীতে অস্ত্রসহ আব্দুর রহমান (৩০) নামে যাত্রীকে বাস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) বিকেলে মইজ্জারটেকে বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহমান সাতকানিয়া উপজেলার নুরুল আলমের ছেলে। পেশায় গরুর ফার্মের কর্মচারী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সাতকানিয়া থেকে আসা ঈগল সার্ভিস নামক একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে যাত্রী আব্দুর রহমানকে ওয়ান শুটার গানসহ গ্রেপ্তার করা হয়। সে টাকার বিনিময়ে অস্ত্রটি সাতকানিয়ার একব্যক্তির হয়ে নগরীর অজ্ঞাতস্থানে পৌঁছে দিচ্ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, মইজ্জারটেক পুলিশ ফাঁড়িতে বাসে তল্লাশি চালিয়ে আবদুর রহমান নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ