চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রেলের পাহাড় থেকে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০২৩ | ৮:৪০ অপরাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানার আই ডব্লিউ কলোনি এলাকায় পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যুর পর ষোলশহর রেলওয়ে স্টেশন কলোনির পাশের পাহাড় থেকে ২৫০ জনকে অপসারণ করে ৪০টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হয়।

অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ কামালের নেতৃত্বে জেলা প্রশাসন চট্টগ্রামের ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং, রাজিব হোসেন ও মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাহাড় কেটে পাহাড়ের কোল ঘেষে অবৈধভাবে গড়ে তোলা ৪০টি ঘর ভেঙ্গে দেওয়া হয় এবং অবৈধভাবে বসবাসকারীদের সরিয়ে দেওয়া হয়। অভিযানে রেলওয়ের চৌকিদার আব্দুল খালেক এ পাহাড় কাটার সাথে জড়িত বলে সত্যতা মিলেছে। এ সংক্রান্ত একটি ভিডিও জেলা প্রশাসনের কাছে আছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ফৌজদারী মামলা করা হয়েছে।

অভিযানের সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মেয়রের একান্ত সচিব, রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি করপোরেশন, রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করে।

উল্লেখ্য,  আজ সকাল ৭ টায় আব্দুল আউয়াল (৩৫ বছর) ও তার ৮ মাসের শিশু কন্যা পাহাড় ধসে মৃত্যুবরণ করেন। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল মৃতের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা সরকারি অনুদান প্রদান করেন ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন