চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে আনুমানিক ২৫-৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সদরঘাট সংলগ্ন মাঝ নদীতে নোঙর করা লাইটারেজ জাহাজের সঙ্গে আটকানো অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
পুলিশ সূত্র জানায়, মাঝ নদীতে নোঙর করা অবস্থায় এমটি বে থ্রি গোল্ডেন এশিয়া নামের একটি লাইটারেজ জাহাজের সঙ্গে কালো টি-শার্ট ও কালো জিন্স প্যান্ট পরিহিত যুবকের মরদেহটি আটকে পানিতে ভাসছিল। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডিকে উদ্ধার করা মরদেহের পরিচয় শনাক্তে নমুনা সংগ্রহের জন্য বলা হয়েছে।
পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ