কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় ছড়ার পানিতে ডুবে মো. জিহাদ (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে চুনারভাটির কাটাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই এলাকার মাহাবুব আলম মাসুদের ছেলে।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, ছেলেটি মায়ের সাথে ছড়ার পাশে খেলতে যায়। মায়ের অজান্তে সে ছড়ার পানিতে পড়ে তলিয়ে যায়। দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঘটনা শোনে পুলিশ ঘটনাস্থলে গেছে। শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/জেইউ/এএইচ