চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৭ আগস্ট) ফিরিঙ্গীবাজার ও নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক নাসরিন আক্তার।
জানা গেছে, আজ ফিরিঙ্গীবাজার এলাকায় ডাবের ওপর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভাউচার সংরক্ষণ না করায় ৪টি প্রতিষ্ঠানকে সর্তকতামূলকভাবে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও নিউমার্কেট এলাকার মিষ্টি মেলা ও একটি মিষ্টির দোকানকে পণ্যের গায়ে মেয়াদ, মূল্য ও নানা অনিয়মের অভিযোগে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ