চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন পোস্ট অফিস গলি এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
নিহত রিমঝিম দাশগুপ্ত (২০) ওই এলাকার রাজীব দাশগুপ্তের মেয়ে।
রবিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার। তিনি জানান, গত বৃহস্পতিবার কলেজ থেকে আসার সময় এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে ফেলেন ওই শিক্ষার্থী। সে কারণে ওইদিন দিবাগত রাতে নিজ রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। আমরা গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পূর্বকোণ/পিআর/এএইচ