চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সেলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
নিহত তিন পুলিশ কনস্টেবল হলেন- মো. মিজান (৩৪), মো. হোসেন (২৯) ও ইস্কান্দার (২৮)। তিনজনই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।
আহতরা হলেন- ইউপি সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, এসআই সুমন শর্মা (৩২), পিকআপ ভ্যানচালক কনস্টেবল সমর (২৬)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক বলেন, পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া তিনজন আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/এএইচ