চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আই ডব্লিউ কলোনি এলাকায় পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হল- ওই কলোনির মো. সোহেল (৩৫) ও তার ৭ মাস বয়সী কন্যাশিশু বিবি জান্নাত। আহত হয়েছেন নিহত সোহেলের স্ত্রী শরীফা বেগম (৪৫)।
রবিবার (২৭ আগস্ট) সকাল ৬টায় ষোলশহর রেল স্টেশনের পেছনে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. আখতারুজ্জামান বলেন, ভারি বৃষ্টিপাতের কারণে ভোরে ষোলশহর রেল স্টেশনের পেছনে আই ডব্লিউ কলোনিতে পাহাড় ধসে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে সোহেল, তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল ও তার মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের স্ত্রী চিকিৎসাধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর/এসি