চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

অসামাজিক কার্যকলাপ : চান্দগাঁওয়ে আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ৪০

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০২৩ | ১০:৪১ অপরাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে হোটেল নিরিবিলি ও গুলজার আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার  (২৫ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল নিরিবিলি ও গুলজার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ জন নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নিরিবিলি থেকে ৮ জন ও গুলজার থেকে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট