নগরীর কোতোয়ালী থানাধীন চামড়ার গুদামের সন্দ্বীপ ঘাট এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) দুপুর তিনটার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
গ্রেপ্তাররা হলেন : মো. শফিউল্যাহ (৩৫) এবং ইমাম হোসেন (২৮)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে ১ হাজার ইয়াবাসহ মো. শফিউল্যাহ এবং ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তারা কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহরে বিক্রয় করার জন্য অবস্থান করছিলো।
পূর্বকোণ/আরআর/পারভেজ