নগরীর পাহাড়তলী থানাধীন আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরের এই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী এবং পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত হাজী জহুর আহমদ (৫০) উত্তর পতেঙ্গার মৃত সেকান্দর মিয়া সুকানির পুত্র। আহত মোটরসাইকেল আরোহীর নাম আমির উদ্দিন আকতার (৬৩)। তার বাড়িও পতেঙ্গা এলাকায়।
স্থানীয় কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী পূর্বকোণকে জানান, গতকাল দুপুর ১টার দিকে আউটার রিং রোড দিয়ে ভাটিয়ারি যান দুই মোটরসাইকেল আরোহী। এর মধ্যে মোটরসাইকেল চালাচ্ছিলেন জহুর আহমদ। নিহত জহুর তার মামাত ভাই উল্লেখ করে কাউন্সিলর ছালেহ আহমদ জানান, তারা ভাটিয়ারি থেকে ফেরার পথে ওয়াই জংশনে পৌঁছলে মালবাহী একটি পিক আপ তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই জহুর আহমদ মারা যান। আমির উদ্দিন আকতারকে আশপাশের লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের আরেক স্বজন ওয়াহিদুল আলম চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ১২টায় উত্তর পতেঙ্গার স্থানীয় বায়তুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পূর্বকোণকে জানান, ঘটনায় মোটরসাইকেল আরোহী একজন নিহত অপরজন গুরুতর আহত হয়েছেন। অপরদিকে পিকআপ চালকও গুরুতর আহত হয়েছে। উভয়পক্ষ থানায় লিখিতভাবে জানিয়েছে তারা কোন মামলা করবে না। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ভুল ছিল এটা তারা বুঝতে পেরে মামলার দিকে আর এগোয়নি।
পূর্বকোণ/আরআর/এএইচ