চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

এবার চিনি রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩ | ১০:৪১ অপরাহ্ণ

এবার চিনি রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারত। অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মৌসুম হতে মিলগুলোকে রপ্তানি বন্ধের নির্দেশ দেওয়া হবে। বুধবার (২৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

বিভিন্ন সরকারি সূত্র জানিয়েছে, সাত বছরের মধ্যে প্রথমবার চিনির রপ্তানি বন্ধ করে দেবে ভারত। কারণ বৃষ্টির অভাবে আখের ফলন এবার কম হয়েছে।

 

বিশ্ববাজারে ভারতের অনুপস্থিতি নিউইয়র্ক এবং লন্ডনে বেঞ্চমার্কের দাম বাড়াতে পারে যেগুলো ইতোমধ্যে কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন করছে। ভারতের এই ঘোষণা বিশ্বব্যাপী খাদ্য বাজারে আরও মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করছে।

 

গত মৌসুমে রেকর্ড এক কোটি ১১ লাখ টন চিনি বিক্রি করেছিল ভারত। অবশ্য চলতি মৌসুমের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিলগুলোকে মাত্র ৬১ লাখ টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়।

 

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন