চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ যুবলীগ নেতা আবু তাহেরের (৪৬) মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের মরহুম আখেরুজ্জামানের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ আগষ্ট বিকালে উপজেলার দক্ষিণ শীতলপুর চৌধুরী মার্কেটে আবু তাহেরের গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন লাগে। ঘটনার সময় আবু তাহের বাইরে ছিলেন। কিন্তু ভেতরে থাকা দুই কর্মী চিৎকার শুরু করলে আবু তাহের তাদেরকে বাঁচাতে ছুটে গিয়ে তাদের বের করেন। কিন্তু নিজে ভেতরে থাকা অবস্থায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঢাকায় স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিদগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পূর্বকোণ/পিআর/পারভেজ