চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সীতাকুণ্ডে ডিম-পেঁয়াজের বাজারে অভিযান, ৮ ব্যবসায়ীকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৩ | ৩:০০ অপরাহ্ণ

দাম স্বাভাবিক রাখতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিম ও পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় পৌরসদরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম।

 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম জানান, সিন্ডিকেড করে ডিম ও পেঁয়াজের দাম বৃদ্ধি করছে একটি চক্র। এ কারণে জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে সীতাকুণ্ড পৌরসদরে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান গিয়ে দেখি, একটি দোকানও মূল্য তালিকা দেয়নি। এছাড়া একেকটি দোকানে একেক দামে পেঁয়াজ ও ডিম বিক্রি হচ্ছে। এ কারণে ৮ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাদের সতর্কও করেছি। এরপরও যদি মূল্য তালিকা না পাওয়া যায় এবং কেউ দাম বেশি রাখেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট