ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেল সেতু ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক। বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার সেতুটি ভেঙে খাদে পরে যাওয়ায় অনেকে আটকা পড়েছেন। সেখানে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন।
Under construction railway over bridge at Sairang, near Aizawl collapsed today; atleast 17 workers died: Rescue under progress.
Deeply saddened and affected by this tragedy. I extend my deepest condolences to all the bereaved families and wishing a speedy recovery to the… pic.twitter.com/IbmjtHSPT7
— Zoramthanga (@ZoramthangaCM) August 23, 2023
মিজোরাম মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইটারে জানিয়েছেন, আইজল থেকে ২১ কিলোমিটার দূরে আজ বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। অনেক শ্রমিক মারা গেছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। আমি খুবই মর্মাহত ও শোকাহত। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা। খবর পেয়েই উদ্ধারকাজে যারা ছুটে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
পুলিশ জানায়, ৩৫ থেকে ৪০ জন কর্মী কাজ করছিলেন তখনই ভেঙে পড়ে নির্মাণাধীন সেতুটি। গভীর শোক জানিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ করে রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইভাবে আহতদের ৫০ হাজার করে দেওয়া হবে। সূত্র: এনডিটিভি
পূর্বকোণ/পিআর