কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে মো. ইউসুফ (১৬) নামের এক রোহিঙ্গা কিশোরকে একটি সশস্ত্র গ্রুপের সোর্স সন্দেহে মারধর ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে ওই ক্যাম্পের এইচ-১৭ ব্লকের হামিদ হোসেনের ছেলে।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে বালুখালীর পিএইচডি হাসপাতালের পশ্চিম পাশের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত কিশোরের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। গুলিতে ইউসুফের মৃত্যু হয়েছে। তার পিঠে গুলি লাগে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কিশোর বালুখালী ক্যাম্পের রোহিঙ্গাদের পরিচালিত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। আরসাবিরোধী সোর্স সন্দেহে ইউসুফকে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ