চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে আ. লীগ নেতার হত্যাকারী আশরাফুল আটক

কক্সবাজার সংবাদদাতা

২২ আগস্ট, ২০২৩ | ১১:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলামকে (২০) আটক করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) রাত ১২ টা ৪০ মিনিটে দিকে উখিয়া হয়ে টেকনাফ পালানোর সময় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির চেকপোস্টের সামনে পালকি নামে একটি বাস থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুর এলাকার হাসেম মাঝির ছেলে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে টেকনাফ গামী পালকি পরিবহনে অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করা হয়। আশরাফুলকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়।

তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন হত্যার দায় স্বীকার করেছেন আটক আশরাফুল।

গত সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের সানমুন আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে সাইফ উদ্দিন (৪২) এর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বে ছিলেন এবং পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট